কমলগঞ্জে সাপখেকো শঙ্খিনী সাপ উদ্ধার

 



নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের কমলগঞ্জে বসতঘরের সামনের উঠান থেকে একটি শঙ্খিনী সাপ উদ্ধার করছে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। সাপটি প্রায় ৫ ফুট লম্বা।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাত ৯টায় উপজেলার তিলকপুরের মনিপুরীদের উত্তরপল্লী এলাকার মুকন্দসিংহ বাড়ি থেকে ওই সাপটিকে উদ্ধার করা হয়।

জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টায় তিলকপুর গ্রামের মুকুন্দসিংহের বসতঘরের সামনে ফুলগাছের নিচে ওই সাপটিকে দেখা যায়। পরে শ্রীমঙ্গলস্থ বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে খবর দিলে রাত ১০টায় শঙ্খিনী সাপটি উদ্ধার করে লাউয়াছড়া রেসকিউ সেন্টারে রাখা হয়। বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজারের সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার মিত্র সংবাদমাধ্যমকে বলেন, সাপটি উদ্ধার করা হয়েছে। সাপটি সম্পূর্ণ সুস্থ আছে। বিভাগীয় বন কর্মকর্তার সঙ্গে আলাপ করে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।

Post a Comment

Previous Post Next Post