স্টাফ রিপোর্টার: ‘মুজিব বর্ষে শপথ করি, দূর্যোগে জীবন সম্পদ রক্ষা করি’ এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ৪ নভেম্বর থেকে ৬ নভেম্বর পর্যন্ত ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত হবে।
বৃহস্পতিবার ৪ নভেম্বর উদ্বোধন অনুষ্ঠানে মৌলভীবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ হারুন পাশা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে ফায়ার স্টেশনে অগ্নি নির্বাপণ ও উদ্ধার মহড়ার আয়োজন করা হয়েছে।