গেইলের সাজে মারজুক রাসেল, ভাইরাল বাংলাদেশি ‘টিম ওয়েস্ট ইন্ডিজ’

 



বিনোদন ডেস্ক: টিভি কিংবা অনলাইনের নানা প্ল্যাটফর্মের নাটকগুলোতে যাদের দেখে দর্শক বিনোদিত হন, তাদের অনেকেই আছেন। যেমন মারজুক রাসেল, হাসান মাসুদ, চাষী আলম, সাইদুর রহমান পাভেল প্রমুখ। সবাইকে এক নাটকে দেখা যাবে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট টিমের সদস্যের আদলে।

নাটকের নামও রাখা হয়েছে ‘টিম ওয়েস্ট ইন্ডিজ’। কয়েক দিন ধরে এ নাটকের বেশ কিছু ছবি ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তার কিছু শুটিংয়ের। কিছু নাটকটির পোস্টার।

সেসব ছবিতে সবাই পরে আছেন ওয়েস্ট ইন্ডিজের জার্সি। সেখানে ক্রিস গেইলের লুকে ধরা দিয়েছেন মারজুক রাসেল। কোচ হিসেবে আছেন ওয়ালীউল হক রুমী। এ নাটকটি পরিচালনা করেছেন মাইদুল রাকিব।



নাটকের গল্প নিয়ে পরিচালক এখনো মুখ খোলেননি। তবে অনুমান করা হচ্ছে একটি কমেডিনির্ভর কোনো গল্পই হতে চলেছে। গল্পের প্রয়োজনে অভিনেতাদের টিম ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারদের সাজে দেখা যাবে।

এরই মধ্যে নাটকের ছবিগুলো নেটিজেনদের নজর কেড়েছে। মন্তব্য করে অনেকেই নিজেদের নাটকটি দেখার প্রত্যাশার কথা জানিয়েছেন।

নির্মাতা মাইদুল রাকিব জানান, সম্প্রতি বাকেরগঞ্জে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।

শিগগির একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে ‘টিম ওয়েস্ট ইন্ডিজ’। 

Post a Comment

Previous Post Next Post