কুলাউড়ায় ইউএনও’র অভিযানে ২৫ হাজার ৯শ টাকা জরিমানা

 



নিউজ ডেস্কঃ কুলাউড়া উপজেলায় কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এক মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর নেতৃত্বে ও কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায়সহ থানা পুলিশের সহযোগিতায় শুক্রবার (২ জুলাই) বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত টিলাগাঁও, পিরেরবাজার, চৌধুরীবাজার ও ব্রাহ্মণবাজারে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বিনা প্রয়োজনে সিএনজি অটোরিকশায় গ্যাস সরবরাহ করার অপরাধে ব্রাহ্মণবাজারস্থ গ্যাস পাম্পকে ১০ হাজার টাকাসহ সরকারি আদেশ অমান্য করে নির্ধারিত সময়ের পর দোকানপাট খোলা রাখা ও মোটরসাইকেল চালকসহ ১৫টি মামলায় মোট ২৫ হাজার ৯শ টাকা অর্থদণ্ড করে আদায় করা হয়।



ইউএনও ফরহাদ চৌধুরী জানান, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন ও স্বাস্থ্যবিধি নিশ্চিতকল্পে যারা সরকারি আদেশ লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


Post a Comment

Previous Post Next Post