নিউজ ডেস্কঃ কুলাউড়া উপজেলায় করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে সরকারি আইন লঙ্ঘন করায় ৭ জনকে গ্রেপ্তার ও ১১টি মামলায় জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২ জুলাই) সকালে ব্রাহ্মণবাজারে ও বিকেলে বিজয়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে গ্রেপ্তার ও জরিমানা করেন কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম।
অভিযানকালে লকডাউনের বিধিনিষেধ অমান্য করে অকারণে চলাফেরা করা, মুখে মাস্ক পরিধান না করাসহ বিভিন্ন অপরাধে ৭ জনকে সাময়িক গ্রেপ্তার করা হয়। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল চালানোর অপরাধে ১১টি মামলায় ৪ হাজার ৬শ টাকা অর্থদণ্ড করে আদায় করা হয়। অভিযান শেষে গ্রেপ্তারকৃত ৭ জনের মুচলেকা নিয়ে বিকেলে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম জানান, করোনা ভাইরাসের সংক্রমণ বিস্তাররোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন মাঠ পর্যায়ে বাস্তবায়নে ও নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আগামীতে আরও কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি ভ্রাম্যমাণ আদালত পচিালনা চলমান থাকবে বলে জানান। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে কুলাউড়া থানা পুলিশ অংশগ্রহণ করে।

