১২ ফেব্রুয়ারী পর্দা উঠছে নিদনপুর-মুল্লাপুর মিনিবার ফুটবল টুর্নামেন্ট

১২ ফেব্রুয়ারী পর্দা উঠছে নিদনপুর-মুল্লাপুর মিনিবার ফুটবল টুর্নামেন্ট


বিয়ানীবাজার প্রতিনিধিঃ বিয়ানীবাজার উপজেলার নিদনপুর-মোল্লাপুর ফুটবল  এসোসিয়েশন এর ব্যবস্থাপনায় আগামী ১২ ফেব্রুয়ারি ১ম বারের মত মাঠে গড়াচ্ছে মিনিবার ফুটবল টুর্নামেন্ট  প্রতিযোগিতা-২০১৮। প্রতিযেগিতার ভেন্যু হিসেবে রয়েছে নিদনপুর-মোল্লাপুর মধ্যস্থ  ( ধোপা বাড়ির প্বার্শবর্তী  মাঠ। ঐতিহ্যবাহী নিদনপুর- মোল্লাপুর মিনিবার ফুটবল টুর্নামেন্ট  প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে  একটি LED  টিভি ও ,  রানার্সআপ দলকে একটি ট্রফি ও প্রাইজমানি দেয়া হবে
, এছাড়া ও প্রত্যক খেলায় রয়েছে ম্যান অব দ্যা টুর্নামেন্ট ও  সর্বচ্চ গোলদাতা কে ১৭ ফেব্রুয়ারীর মধ্যে দল তালিকাভুক্তির জন্য আহ্বান করেছেন নিদনপুর - মোল্লাপুর ফুটবল এসোসিয়েশন -এম.এ জয়নুল চৌধূরী (০১৭৯৮৭৪০০৭৫) তানভীর হাসান অভী ( ০১৮১৮১৯৬২৩৮) রিফাতুল হক আরিয়ান (01885411347)
রুহেল আহমদ (01879801958)।

Post a Comment

Previous Post Next Post