অনলাইন ডেস্ক: পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব শেষ হওয়ার মাধ্যমে পূর্ণ সন্তুষ্টি নিয়ে ৩২ বছরের চাকরি জীবনের ইতি ইটানছেন বলে জানিয়েছেন এ কে এম শহীদুল হক।
শহীদুল হক বলেন, গত তিন বছর ১ মাস আইজিপি হিসেবে দায়িত্ব পালনকালে চেষ্টা করেছি পুলিশের সক্ষমতা উঁচুমাত্রায় নিয়ে যেতে এবং পুলিশকে জনবান্ধব করতে।
দায়িত্ব পালনকালে অনেক ষড়যন্ত্র হয়েছে, কিন্তু পুলিশ সাহকিতার সঙ্গে সকল সংকট উত্তরণ করতে সক্ষম হয়েছে।
বুধবার পুলিশ সদর দফতরে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা জানান বিদায়ী আইজিপি।
তিনি বলেন, পুলিশে ৩২ বছরের চাকরি জীবনে অনেক পেয়েছি। জনগণ এবং পুলিশের প্রত্যেকটা সদস্যের কাছ থেকে ভালোবাসা-শ্রদ্ধা পেয়েছি। চেষ্টা করেছি সততা ও দেশপ্রেম নিয়ে কাজ করার। মানুষের জন্য কাজ করার যে সুযোগ পেয়েছি চেষ্টা করেছি তার সদ্ব্যবহার করতে। পুরোপুরি সন্তুষ্টি নিয়েই বিদায় নিচ্ছি।
একই অনুষ্ঠানে নবনিযুক্ত আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, বিগত দিনগুলোতে আইজিপিকে সবাই যেভাবে সহায়তা করেছেন, বাংলাদেশকে এগিয়ে নিতে সামনের দিনগুলোতেও সহায়তা অব্যাহত রাখবেন বলে আশা করি।
ট্যাগ »
হোম