পালিয়ে আসা ১৪ রোহিঙ্গা মৌলভীবাজারে আটক

 



অনলাইন ডেস্কঃ রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে মৌলভীবাজার শহরে আসা ১৪ রোহিঙ্গা শরণার্থীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২ জুলাই) রাতে শহরের চোবড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান। তিনি বলেন, জিজ্ঞাসাবাদ করে নিশ্চিত হয়েছি তারা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে এখানে এসেছেন।

তিনি আরও বলেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, কোনোভাবে তারা উখিয়া শরণার্থী ক্যাম্প থেকে বের হয়ে এসেছে। এরপর কয়েকদিন চট্রগ্রামে অবস্থান করে কাজের সন্ধান চালিয়েছেন। সেখানে মানুষ তাদের কাজ পাওয়ার জন্য সিলেটের দিকে আসার জন্য বলেছে। সে জন্য তারা মৌলভীবাজার আসেন। এখানে তারা দুইদিন পূর্বে এসেছিল।

তিনি বলেন, আজ সন্ধ্যায় আমাদের টিম লকডাউন বাস্তবায়নের জন্য মাঠে ছিল। শহরের চোবড়া এলাকায় তাদের দেখতে পেয়ে সন্দেহ হয়। পরে তাদের থানায় নিয়ে আসা হয়। এখানে প্রথমে তারা স্বীকার করেননি। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা স্বীকার করেছেন।

এএসপি জিয়াউর রহমান আরও বলেন, আমার এখন আইনি প্রক্রিয়ায় যাব। তাদেরকে পুনরায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে পাঠানোর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। - ঢাকা পোস্ট

Post a Comment

Previous Post Next Post