বন্যার মধ্যে অ্যাম্বুলেন্সকে পথ দেখিয়ে হিরো ১২ বছরের শিশু


অনলাইন ডেস্ক: ভারী বর্ষণে বন্যা হচ্ছে ভারতের কর্নাটকে। এর মধ্যে একটি অ্যাম্বুলেন্স চালককে সহায়তা করে আলোচনা এসেছে ১২ বছরের শিশু ভেঙ্কটেশ। পানির স্রোতের মাধ্যমে রাস্তা চেনা কঠিন হয়ে দাঁড়িয়েছিল তার কাছে। পাশেই খেলছিল ভেঙ্কটেশ। চালক সাহায্য চাইতেই রাজি হয় সে।

কর্নাটকের রায়চুর জেলার হিরেরায়ানাকুমপি গ্রামের সেই ঘটনায় একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যায় কোমরসম পানিতে আগে আগে এগিয়ে যাচ্ছে ভেঙ্কটেশ। পেছনে পেছনে আসছে অ্যাম্বুলেন্স। পথ দেখাতে গিয়ে ২/১ বার হোঁচটও খেয়েছে সে। তবে দৃঢ়চেতা ভেঙ্কটেশ হাল ছাড়েনি। তার সাহায্যে অ্যাম্বুলেন্স পৌঁছাতে পেরেছে হাসপাতালে। ওই সময় অ্যাম্বুলেন্সে ছয়জন অসুস্থ শিশু এবং একজন নারীর মরদেহ ছিল।
এমন সাহসিকতা ও দায়িত্ববোধের জন্য ভেঙ্কটেশকে পুরস্কৃত করা হয়েছে। ভারতের স্বাধীনতা দিবস ১৫ আগস্ট তার হাতে স্বীকৃতিপত্র তুলে দেয়া হয়। ভেঙ্কটেশ স্থানীয় একটি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। সূত্র: এনডিটিভি

Post a Comment

Previous Post Next Post