বড়লেখায় চার মাদকসেবীকে কারাদণ্ড


বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে চার মাদক সেবনকারীকে কারাদণ্ড প্রদান করেছেন।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন এলাকায় মাদক সেবনের অপরাধে তাদেরকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম (ম্যাজিস্ট্রেট) মো. শামীম আল ইমরান।

সাজাপ্রাপ্ত আসামিরা হচ্ছেন- সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার কসবা গ্রামের জিতু মিয়ার ছেলে মো. লাল মিয়া (১৮), মরহুম হাজী মঈন উদ্দিনের ছেলে ফোহাদ হোসেন এমরান (৩০), আব্দুল হামিদের ছেলে মো. রাজু আহমদ (২৫) ও মরহুম আজির উদ্দিনের ছেলে মো. মামুন আহমদ (২৭)।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সাংবাদের ভিত্তিতে দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের কাঠালতলী এলাকায় অভিযান চালানো হয়। এসময় চারজনকে মাদকসেবনরত অবস্থায় পেয়ে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের সাতদিনের সাজা প্রদান করেন।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে বলেন, ‘অনুমতি ব্যতীত মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাদের কারাদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার তাদের জেলা কারাগারে পাঠানো হবে। বড়লেখাকে মাদকমুক্ত করতে প্রতিনিয়ত এই অভিযান পরিচালনা করা হবে।’

Post a Comment

Previous Post Next Post