পানির নিচে সামরিক জাদুঘর


অনলাইন ডেস্ক: সামরিক জাদুঘর, তাও সাগরতলে! দর্শণার্থীদের রোমাঞ্চ দিতে এমনই এক জাদুঘর নির্মাণ করেছে জর্ডান। আকাবা উপকূলে সাগরতলের সামরিক জাদুঘর উদ্বোধন করা হয়েছে গত বুধবার।
এতে রয়েছে বেশ কয়েটি ট্যাঙ্ক, সাঁজোয়া যান ও হেলিকপ্টার। লোহিত সাগরের একটি মগ্ন প্রবাল প্রাচীরে যুদ্ধসজ্জার অনুকরণে সামরিক যানগুলো সাজানো হয়েছে। এটি পর্যটকদের একটি ‘নতুন ধরনের’ জাদুঘরের অভিজ্ঞতা দেবে বলে আশা স্থানীয় কর্তৃপক্ষের।

আকাবা স্পেশাল ইকোনমিক জোন কর্তৃপক্ষ (এএসইজেডএ) জানিয়েছে, এ জাদুঘরের সঙ্গে ‘খেলাধুলা, পরিবেশ ও প্রদর্শনীও’ যুক্ত থাকবে।

সামরিক যানগুলো ডুবানোর আগে সেগুলো থেকে সব ক্ষতিকর পদার্থ সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছে তারা। পর্যটকরা গ্লাসের মেঝেওলা বোট, স্কুবা ডাইভিং ও ডাইভিং মাস্ক পরে পানির ভেতরে সাঁতার কেটে জাদুঘরটিতে যেতে পারবেন।

লোহিত সাগরের উত্তরাঞ্চলীয় অংশের প্রবাল প্রাচীর আগে থেকেই পর্যটকদের একটি প্রিয় গন্তব্য। বিবিসি।

Post a Comment

Previous Post Next Post