ইউরোপে উষ্ণতার রেকর্ড: প্যারিসের তাপমাত্রা ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস


অনলাইন ডেস্ক: ভয়াবহ দাবদাহে পুড়ছে ফ্রান্সসহ পশ্চিম ইউরোপ। বৃহস্পতিবার প্যারিসের তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস (১০৮ ডিগ্রি ফারেনহাইট)।

এটা ইউরোপের এ যাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা। ভয়াবহ দাবদাহে ফ্রান্সের উত্তরাঞ্চলে রেড এলার্ট জারি করা হয়েছে। খবর বিবিসির।

একদিন আগে বুধবার প্যারিসের তাপমাত্রা ছিল ৪১.৫ ডিগ্রি সেলসিয়াস। এ দিন ১৯৪৭ সালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভঙ্গ হয়।

জার্মানিতেও ছিল রেকর্ড ৪১.৫ ডিগ্রি সেলসিয়াস, যুক্তরাজ্যে ৩৮.১ ডিগ্রি সেলসিয়াস এবং নেদাল্যান্ডে দেশটির সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড (৪০.৭) ভঙ্গ হয় বৃহস্পতিবার।

প্রচণ্ড তাপে রেল লাইন বাকা হয়ে দুর্ঘটনা যাত কোন দুর্ঘটনা না ঘটে এ জন্য ইউরোপের বিভিন্ন দেশে ট্রেনের গতি কমিয়ে দেয়া হয়েছে।

জলবায়ুর পরিবর্তনের নেতিবাচক প্রভাব এবার ইউরোপে পরছে দারুনভাবে।

Post a Comment

Previous Post Next Post