পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালালের বিদায় সংবর্ধনা


বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালালের বদলী জনিত বিদায় সংবর্ধনা মৌলভীবাজার প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৫ জুলাই রাতে প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি আবদুল হামিদ মাহবুবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালেহ এলাহি কুটি পরিচালনায় সংবর্ধিত প্রধান অতিথি ছিলেন বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিলেট বিভাগের প্রবীণ সাংবাদিক এম এ সালাম, সাবেক সাধারণ সম্পাদক ও এনটিভির স্টাফ রিপোর্টার এস এম উমেদ আলী।


পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, আমি বড় কিছু হতে চাই না। সবার আগে ভালো মানুষ হতে চাই। কারণ আজ আমি এ পদে আছি কাল তো আর এ পদে থাকব না। এক সময় বিদায় নিতে হবে।
তিনি বলেন, আমি এখানে আসার পর প্রথম চ্যালেঞ্জ ছিল ইউনিয়ন নির্বাচন। যাই হোক ভালোভাবে সেটি সম্পন্ন করতে পেরেছি।
যাত্রা, জুয়ার আসর বসত মৌলভীবাজারের বিভিন্ন জায়গায় তা দূর করার চেষ্টা করেছি। আশাকরি মৌলভীবাজারে জুয়ার আসর বন্ধ হয়েছে।
তিনি সাংবাদিকদের ব্যাপারে বলেন, মৌলভীবাজারের সাংবাদিকরা ছিল অত্যান্ত আন্তরিক। আপনারা অনেক কাজে আমাকে সহযোগিতা করেছেন।
এক পর্যায়ে তিনি মৌলভীবাজারের অনেক স্মৃতি স্মরণ করে আবেগ প্রবণ হয়ে পড়েন। জীবন থেমে থাকে না। তবে মৌলভীবাজারের স্মৃতিগুলো হারতে দেব না। আমার গৌরব করার বিষয় হলো মৌলভীবাজার। আর গৌরবের মানুষগুলো।
বক্তব্যের এক পর্যায়ে তিনি প্রয়াত সমাজকল্যান মন্ত্রী সৈয়দ মহসীন আলীর কথা স্মরণ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ সভাপতি সৈয়দ মহসীন পারভেজ, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম মুহিব, সিনিয়র সাংবাদিক সরওয়ার আহমদ, দৈনিক বাংলার দিন সম্পাদক বকসি ইকবাল আহমদ, প্রথম আলো নিজেস্ব প্রতিবেদক আকমল হোসেন নিপু, ইমজা মৌলভীবাজারের সভাপতি শাহ অলিদুর রহমান, ডিবিসি প্রতিনিধি পান্না দত্ত।
বক্তারা পুলিশ সুপারের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করে বলেন, তিনি ইউনিয়ন নির্বাচন, জঙ্গি আস্তানায় সাহসী প্রদক্ষেপ, ইউনিয়ন পরিষদ, পৌরসভা নির্বাচন, উপজেলা নির্বাচন জাতীয় নির্বাচন সহ বিভিন্ন কর্মকান্ডে আইন শূঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
এসময় উপস্থিত ছিলেন মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আলমঙ্গীর হোসেন, মানবজমিনের স্টাফ রিপোর্টার মু. ইমাদ উদ-দীন, মৌলভীবাজার টোয়েন্টিফোর ডটকমের মাহবুবুর রহমান রাহেল, চ্যানেল ২৪ প্রতিনিধি এম এ হামিদ, যুগান্তর প্রতিনিধি হোসাইন আহমদ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিনিধি আব্দুর রব, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি আব্দুল আজিজ, যমুনা টিভির প্রতিতিধি আফরোজ আহমদ, চ্যানেল আইয়ের ক্যামেরা পার্সন জুলফিকার আলি ভুট্টো, এনটিভির ক্যামেরাপারর্সন মনজু বিজয় চৌধুরী, আব্দুল কাইয়ুম, জাগরণ প্রতিনিধি আশরাফ আলী, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি ওমর ফারুক নাঈম, বাংলানিউজ প্রতিনিধি মাহমুদ এইচ খান, পাতাকুঁড়ির দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার জনি বেগম, সাইফুল্লাহ হাসান, মৌমাছি কন্ঠের তানভীর আঞ্জুম আরিফ, ক্যামেরাপারর্সন সুহেল আহমদ। আলোচনা সভা শেষে বিদায়ী পুলিশ সুপারের হাতে ক্রেস্ট তুলে দেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।
পৃথক ভাবে প্রেসক্লাব মিলনায়তনে পাতাকুঁড়ির দেশ পত্রিকার পক্ষ থেকে পুলিশ সুপারকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

Post a Comment

Previous Post Next Post