ফাইনাল নিয়ে কী বলছেন তারকারা!

ফাইনাল নিয়ে কী বলছেন তারকারা!


অনলাইন ডেস্কঃ আজ রাত ৯টায় বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ফ্রান্স বনাম ক্রোয়েশিয়া। প্রথমবারের মতো ফাইনালে ওঠা ক্রোয়েশিয়ার সামনে নবম দল হিসেবে বিশ্বকাপজয়ী দেশগুলোর কাতারে নাম লেখানোর সুযোগ।
ক্রোয়েশিয়া জিতলে বিশ্বকাপ পাবে নতুন চ্যাম্পিয়ন। আর ফ্রান্স জিতলে চ্যাম্পিয়নদের অভিজাত ক্লাবের সদস্য সংখ্যা আটেই আটকে থাকবে।

আজকের ফাইনাল ও খেলোয়াড় নিয়ে কী বলছেন তারকারা:
* আমরা গত চার বছর যে গর্ব অনুভব করেছি, নতুন চ্যাম্পিয়নদের মধ্যে তা ছড়িয়ে দেব। এই সুন্দর খেলার এটাই তো শক্তি।
-ফিলিপ লাম

* বিশ্বকাপ জয়ের এটাই সুযোগ। গোল্ডেন বল জিতব কিনা, এ নিয়ে আমি ভাবছি না।
-আঁতোয়া গ্রিজমান

* ইতিহাস ইতিহাসই। অতীত অতীতই। ফ্রান্স সেবার শিরোপা জিতেছিল। এবার আমরা জিততে চাই।
-রাকিতিচ

* কিলিয়ান এমবাপ্পে বিশ্ব ফুটবলে এক বিপ্লবের নাম।
-দিয়েগো ম্যারাডোনা

* এমন সুযোগ জীবনে একবারই আসে। ক্রোয়েশিয়াকে গর্বিত করার সুযোগ আমরা কিছুতেই হাতছাড়া করতে পারি না।
-ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ

* আমি পেছনে তাকাতে পছন্দ করি না। বর্তমানে বাঁচি। আমরা যখন বিশ্বকাপ জিতেছিলাম, এই দলের অনেকেরই তখন জš§ হয়নি। আমি চাই ওরা ফ্রান্সের ফুটবল ইতিহাস নতুন করে লিখুক।
-ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম

* আমি চাই গ্রিজমান একদিনের জন্য জিদান হয়ে উঠুক
-পল পগবা

Post a Comment

Previous Post Next Post