অনলাইন ডেস্কঃ আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হকের বড় বোন সায়মা ইসলাম মারা গেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। শনিবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্বামী ও একমাত্র ছেলে রেখে গেছেন।
আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম জানান, আজ বিকাল ৫টার দিকে রাজধানীর গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে সায়মা ইসলমকে দাফন করা হবে।
এদিকে আইনমন্ত্রী আনিসুল হক তার বোনের মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।
সায়মা ইসলাম দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। মরহুম অ্যাডভোকেট সিরাজুল হক বাচ্চুর তিন সন্তানের মধ্যে সায়মা ইসলাম সবার বড় ছিলেন।