সিলেটে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ২

সিলেটে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ২


অনলাইন ডেস্কঃ সিলেটে বাস-ট্রাক সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ৩০ জন। আজ রবিবার সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় দুর্ঘটনাটি ঘটে।

রবিবার বেলা ১২টার দিকে লালাবাজার সাত মাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতরা হলেন- সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারের আশিক আলীর ছেলে মাহবুবুল আলম (৩৫) ও জৈন্তাপুর উপজেলার ঠাকুরের মাটি গ্রামের অমল পাত্রের ছেলে কাজল পাত্র (৫৫)।

দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি খায়রুল ফজল বলেন, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

Post a Comment

Previous Post Next Post