নিউজ ডেস্কঃ সিলেট সিটি করপোরেশন নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করায় দায়ে ১৬ জন প্রার্থীকে ৫০ হাজার ৫ শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৪ জুলাই) সকাল থেকে রাত পর্যন্ত নগরীর বিভিন্ন ওয়ার্ডে ১৬টি মামলায় এ পরিমাণ টাকা জরিমানা করা হয় বলে সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাসির উল্লাহ খান সিলেটটুডে টোয়েন্টিফোরকে জানান।
তাৎক্ষণিক ভাবে তিনি ১৬টি মামলার বিস্তারিত জানাতে না পারলেও ১, ২ ও ৩ নং সংরক্ষিত ওয়ার্ডের দায়িত্বে থাকা সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরশাদ মিয়া সিলেটটুডে টোয়েন্টিফোরকে জানান, তার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ১ ও ৩ নং ওয়ার্ডে ১ মেয়র প্রার্থীসহ ৫জন কাউন্সিলর প্রার্থীকে তিনি ২৫ হাজার টাকা জরিমানা করেছেন। এসময় তাঁকে সহযোগিতা করেছেন সিলেট কোতোয়ালি থানা পুলিশের একটি দল।
তিনি জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ও উলামা মাশায়েখ সমর্থিত হাতপাখা প্রতীকের মেয়র পদপ্রার্থী প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খান। তাঁকে আচরণবিধি লঙ্ঘন ৮ (৮) ধারায় প্রচার যানে পোস্টার সাঁটানোর দায়ে ৩০০০ টাকা জরিমানা করা হয়।
এদিকে ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মুবিন আহমদ ৮(৮) ধারায় দেয়ালে পোস্টার সাঁটানোর দায়ে ৩০০০ টাকা, একই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সলমান আহমদকে ৮(১) ধারায় নির্বাচনী কার্যালয়ে বড় ধরণের ব্যানার লাগানোর দায়ে ৫০০০ টাকা, একই ওয়ার্ডের আরেক কাউন্সিলর প্রার্থী কমর উদ্দিন কামুকে ৮(৮) ধারায় দেয়ালে পোস্টার সাঁটানোর দায়ে ৫০০০ টাকা এবং ৩ নং ওয়ার্ডের তামিম আহমদ চৌধুরীকে আচরণবিধি লঙ্ঘন ৮ (৮) ধারায় প্রচার যানে পোস্টার সাঁটানোর দায়ে ৫০০০ টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে ১, ২ ও ৩ নং সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী দিলরুবা ইসলামকে আচরণবিধি লঙ্ঘন ৮ (৮) ধারায় দেয়ালে পোস্টার সাঁটানোর দায়ে ৪০০০ টাকা জরিমানা করা হয়।
সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরশাদ মিয়া আরো জানান, এসকল প্রার্থীকে জরিমানা আদায়ের পর তাদের সতর্ক করা হয়েছে। নির্বাচন উপলক্ষে এ অভিযান চলমান থাকবে। ধারাবিহকভাবে প্রতিটি ওয়ার্ড ঘুরে নির্বাচনী আচরণবিধি মানা হচ্ছে কিনা পর্যবেক্ষণ করে ব্যবস্থা নেওয়া হবে।
