১৮ বছরে যা করতে পারেননি ২ বছরে তার ১০ গুণ বেশি করেছি: আরিফ


অনলাইন ডেস্কঃ নগরীর দক্ষিণ সুরমার ২৭নং ওর্য়াডে নির্বাচনী পথসভা করেছেন বিএনপি নির্বাচিত মেয়র প্রার্থী ও সদ্য সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার রাত ৯টার দিকে তিনি ওর্য়াডের শিববাড়ী এলাকায় এক পথসভা করেন।

এসময় আরিফ বলেন,এই দক্ষিণ সুরমার ৩টি ওর্য়াড খুবই অবহেলিত। বিগত দিনে এই ওর্য়াডগুলোর কোনো উন্নয়ন হয়নি। যা হয়েছে গত ২ বছরে হয়েছ।

আমি ৩ বছর জেলে ছিলাম গত ২ বছরে আমি এই দক্ষিণ সুরমার পুলের মুখ থেকে টার্মিনাল-কদমতলী পর্যন্ত সড়ক প্রশস্থ করেছি।

তিনি বলেন, এবার যদি আমি নির্বাচিত হই তবে প্রথমেই কদমতলী থেকে শিববাড়ীর সড়ক প্রশস্ত ও ড্রেন নির্মাণ করা হবে।

সাবেক মেয়র কামরানকে উদ্দেশ্য করে তিনি বলেন, কামরান সাহেব বড় বড় কথা বলেন। তিনি সবার কাছে ভোট ভিক্ষা চান। তার মায়ের কথা বলে বলে ভিক্ষা চান। তাকে যদি বলি আপনি ১৮ বছর ক্ষমতায় থেকে কি কি করেছেন? আপনার সরকারের সময়েই ৩বছর জেলে থাকার পরও ২বছরে এর থেকে ১০ গুণ বেশী করেছি।

তিনি বলেন, অর্থমন্ত্রী আমাকে বার বার বলেন, আমি কেন বার বার তাঁর কাছে এত সমস্যা নিয়ে যাই, কামরান তো এত বার আসত না। এর থেকেই বুঝা যায় কে কাজ করেছে আর আর কে করেনি।

গোটাঠিকর শিববাড়ি বাজারে এই পথসভায় সভাপতিত্ব করেন ২৭ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি সেলিম রানা। পরিচালনা করেন সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মুশেদ আহমেদ মুকুল।

এতে উপস্থিত ছিলেন খালেদা জিয়ার উপদেষ্টা এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাঃ শাখায়াত হোসেন জীবন, মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য নাছের রহমান, সিলেট মহানগর বিএনপির আপ্যায়ন সম্পাদক আফজাল উদ্দিন, সিলেট মহানগর বিএনপির সহ দফতর সম্পাদক লোকমান আহমদ, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মাজহারুল ইসলাম ডালিম, সিলেট মহানগর বিএনপির সহ সমাজ সেবা সম্পাদক মফিজুর রহমান জুবেদ, সিলেট মহানগর বিএনপির সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক উজ্জ্বল রঞ্জন চন্দ, ২৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মতাহির আলী মাকন, ২৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন চৌধুরী, ২৭ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি লুত্ফুর রহমান, ২৭ নং ওয়ার্ড বিএনপির সহ সাধারণ সম্পাদক আব্দুল কাদির, সিলেট মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল হাসিব, সিলেট মহানগর ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, মইন খান, জেলা ছাত্রদল নেতা নীৎলপল ভট্টাচার্য জয়, ২৭ নং ওয়ার্ড ছাত্রদল নেতা রফিক আহমেদ প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post