দক্ষিণ চীন সাগরে ফের দুই মার্কিন রণতরীর টহল


অনলাইন ডেস্কঃ দক্ষিণ চীন সাগরের বিতর্কিত দ্বীপের কাছে ফের নজরদারি শুরু করেছে মার্কিন নৌবাহিনীর দু’টি রণতরী। রবিবার এক বিবৃতিতে বেইজিং জানিয়েছে, দক্ষিণ চীন সাগরের কাছে প্যারাশেল দ্বীপপুঞ্জের চারটি দ্বীপ ‘ট্রি’, ‘লিংকন’, ‘ট্রাইটন’ ও ‘উডি’ লাগোয়া এলাকায় দু’টি মার্কিন রণতরী ‘হিগিন্স গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার’ ও ‘অ্যান্টিয়েটাম’কে ঘোরাঘুরি করতে দেখা গেছে।

এ ঘটনায় বেশ উদ্বিগ্ন হয়ে আছে চীন। তবে বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণ চীন সাগরের কাছে মার্কিন রণতরীর এই অভিযান পূর্ব নির্ধারিত ছিল। এমন রুটিন অভিযান এর আগেও হয়েছে। তবে এই অভিযান নিয়ে বেইজিংয়ের বাড়তি উদ্বেগের কারণ, কিছু দিন আগেই বিভিন্ন দেশের সঙ্গে নৌবাহিনীর যৌথ মহড়ায় যুক্তরাষ্ট্র অন্য কয়েকটি দেশকে আমন্ত্রণ জানালেও চীনকে ডাকেনি। যা চীন-মার্কিন সম্পর্কের শীতল দিকটিকেই ইঙ্গিত করে।

দু’টি মার্কিন রণতরীর নজরদারি নিয়ে বেইজিংয়ের উদ্বেগ প্রকাশের প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দুই কর্মকর্তা জানিয়েছেন, দ্বীপগুলো বিতর্কিত বোঝাতেই এ অঞ্চলে এটি নিয়মিত টহল। ওই দু’টি মার্কিন রণতরী প্যারাশেল দ্বীপপুঞ্জের ১২ নটিক্যাল মাইলের মধ্যে টহল দেয়। রয়টার্স।

Post a Comment

Previous Post Next Post