বিনোদন ডেস্কঃ নির্বাচনে জয়লাভ করে মুখ্যমন্ত্রী পেলে তাকে এলাকার মানুষ খুঁজবে এটাই স্বাভাবিক। কিন্তু অবাক বিষয় হলো, তাকে বাদ দিয়ে তার এলাকার অন্য একজনকে বেশি খুঁজছে মানুষ!
মুখ্যমন্ত্রীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং গুগলে চাহিদার জায়গায় পিছিয়ে দিয়েছে যে রূপসী মেয়েটি তার নাম রাধিকা।
কান্নাড়া চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে যতটা খ্যাতি অর্জন করেছেন রাধিকা তার চেয়ে বেশি খ্যাতি এবার নির্বাচনের পর জুটেছে তার কপালে। ভারতীয় গণমাধ্যমে তাই এখন শিরোনাম হচ্ছে 'কে এই রাধিকা!' 'কেন তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এত খোঁজ করা হচ্ছে!' এরকম।
রাধিকার পুরো নাম রাধিকা কুমারাস্বোয়ামি। ২০০০ সালের দিককার কান্নাড়া চলচ্চিত্রের এক জনপ্রিয় মুখ। একজন অভিনেত্রী এবং প্রযোজক। 'নীলা মেঘা শ্যামা' চলচ্চিত্রের মাধ্যমে ২০০০ সালে তার প্রথম চলচ্চিত্রে পা রাখা। তখন তার বয়স মাত্র ১৬। রাধিকা মাত্র ৩ বছরে কান্নাড়া চলচ্চিত্রের সর্বোচ্চ উপার্জনকারী নায়িকা হয়ে ওঠেন। তবে তার পঞ্চম চলচ্চিত্র থেকে তার ক্যারিয়ার নিচের দিকে নামতে থাকে।
দীর্ঘদিন কোনো আলোচনায় না থাকলেও বর্তমানে কান্নাড়ার মুখ্যমন্ত্রীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনায় এসেছেন রাধিকা।