অনলাইন ডেস্কঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তমব্রু সীমান্তে মিয়ানমারের অতিরিক্ত সৈন্য সমাবেশ করছে বলে জানিয়েছে বিজিবি।
এসময় তারা অস্ত্রের মহড়াও করছে বলে জানায় বিজিবি।
জানা যায়, শূন্যরেখায় এসে মিয়ানমার সেনারা অস্ত্রের মহড়া ও সমাবেশ করছে। সেখানে অতিরিক্ত সৈন্য সমাবেশ করছে। এর আগে বৈদ্যুতিক তার সংযোগ দিয়েছিল বলেও জানা যায়।
এ নিয়ে তুমব্রু ও ঘুমধুম এলাকায় বসবাসরত মানুষের মাঝে ভীতির সৃষ্টি হয়েছে।