অনলাইন ডেস্কঃ তাচিরা রাজ্যের সীমান্তে ভেনিজুয়েলার নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে কলম্বিয়ার সন্দেহভাজন মাদক পাচারকারী চক্রের সাত সদস্য নিহত হয়েছে।
বুধবার এক কর্মকর্তা একথা জানিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।
ভেনিজুয়েলার নগর কৃষিমন্ত্রী ফ্রেডি বার্নাল বলেন, ‘কলম্বিয়ার নর্টে ডি সান্টানডার ডিপার্টমেন্ট সীমান্তবর্তী লা কাবরেরায় এ ঘটনা ঘটে। এই সংঘর্ষে কলম্বিয়ার আধাসামরিক বাহিনী ‘লস পেলুসোস’ জড়িয়ে পড়ে।’
তিনি আরো জানান, ওই দলটির সংঘর্ষে পাঁচ পুরুষ ও দুই নারী সদস্য নিহত হয়েছে। দলটির সঙ্গে আধাসামরিক ও মাদক পাচারকারী গাইন্তানিস্তা সেল্ফ ডিফেন্স ফোর্স অব কলম্বিয়া বাহিনীর সম্পৃক্ততা রয়েছে।
মন্ত্রী বলেন, ‘তাদের কাছ থেকে সামরিক সরঞ্জাম, আগ্নেয়াস্ত্র, একটি গ্রেনেড এবং সহিংসতা ও মাদক সংক্রান্ত লিফলেট পাওয়া গেছে।’ বাসস।