জয় বাংলা কনসার্টের রেজিস্ট্রেশন শুরু



অনলাইন ডেস্কঃ এবারো 'জয় বাংলা কনসার্ট'-এর আয়োজন করতে যাচ্ছে ইয়ং বাংলা। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ঐতিহাসিক ৭মার্চ ভাষণ উদযাপন ও তাৎপর্য তুলে ধরতে এই কনসার্টের আয়োজন করা হয়।

জানা যায়, ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে 'জয় বাংলা কনসার্ট'-এর ফ্রি টিকেট রেজিস্ট্রেশন। চলবে ৬ মার্চ পর্যন্ত। কনসার্টে যেতে আগ্রহীরা http://ticket.youngbangla.org/ এই লিঙ্কে প্রবেশ করে ফ্রি টিকেট সংগ্রহ করতে পারবে। প্রতিবারের মত এবারও ৭ই মার্চ রাজধানীর আর্মি স্টেডিয়ামে হবে এ কনসার্ট অনুষ্ঠিত হবে। কনসার্টের গেট খোলা হবে দুপুর দেড়টার সময়। শেষ হবে রাত সাড়ে ১০টার সময়।

নিজস্ব গান ছাড়াও ১৯৭১ সালে 'স্বাধীন বাংলা বেতার কেন্দ্র'-এ গাওয়া গানগুলো নিজেদের মতো করে গায় দেশের নামি-দামি ব্যান্ডগুলো। এবারের কনসার্টে পারফর্ম করবে যেসব ব্যান্ড সেগুলো হলো- পাওয়ারসার্জ, লালন, চিরকুট, আর্বোভাইরাস, ক্রিপটিক ফেইট, শূন্য, নেমেসিস।

Post a Comment

Previous Post Next Post