প্রথম ঝলকেই রহস্যের ইঙ্গিত

প্রথম ঝলকেই রহস্যের ইঙ্গিত


বিনোদন ডেস্কঃ শাকিব খান ও বুবলী অভিনীত 'চিটাগাইংয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া' ছবির প্রথম ঝলক বুধবার প্রকাশ করা হয়েছে। এতে তাদের দু'জনকেই দেখা গেছে। প্রথম ঝলকেই রহস্যের ইঙ্গিত দিলেন তারা।

প্রথম ঝলকে দেখা গেছে, বুবলীকে পেছন থেকে জড়িয়ে ধরে আছেন শাকিব। তার মুখ অর্ধেক ঢাকা। আর বুবলীর মুখটা পুরোটাই ঢাকা। তবে বুঝতে কষ্ট হচ্ছে না তিনি ছবির নায়িকা বুবলীই।

শাকিব-বুবলী জুটির রসায়ন এরইমধ্যে দর্শকপ্রিয়তা পেয়েছেন। এর আগে তারা উপহার দিয়েছেন 'বসগিরি', 'শুটার', 'অহংকার', 'রংবাজ'-এর মতো ছবি। নির্মাতা হিমেল আশরাফের 'প্রিয়তমা' ছবিতেও শাকিবের নায়িকা হিসেবে দেখা যাবে বুবলীকে।

'চিটাগাইংয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া' ছবিটিকে ঘিরে গত বছর থেকেই আলোচনা চলছে। এবার ছবির প্রথম ঝলকেই শাকিব-বুবলী জুটি ইঙ্গি দিয়ে রাখলেন ব্যতিক্রমী কিছুর। ছবিটি পরিচালনা করছেন উত্তম আকাশ। বর্তমানে ছবির শ্যুটিংয়ে অস্ট্রেলিয়াতেই আছেন শাকিব-বুবলী।

Post a Comment

Previous Post Next Post