কুলাউড়া সরকারি হাসপাতালে বিএনপি নেতার সংবাদ সম্মেলন !

কুলাউড়া সরকারি হাসপাতালে বিএনপি নেতার সংবাদ সম্মেলন !


এস আলম সুমন: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও দলীয় নেতাকর্মীদের মুক্তিসহ ৫দফা দাবিতে অনশনরত বিএনপি নেতা অ্যাড. আবেদ রাজা সংবাদ সম্মেলন করলেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সরকারি প্রতিষ্ঠানে  সংবাদ সম্মেলনের বিধান আছে কি না গণ্যমাধ্যর্মীরা জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করেন। বৃহস্পতিবার ১৫ ফেব্রুয়ারী বিকেল ৩টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিআইপি কেবিনে আবেদ রাজা এই সংবাদ সম্মেলন করেছেন।

জানা যায়, বৃহস্পতিবার জেলা বিএনপির সহ সভাপতি আবেদ রাজা তাঁর নিজের ব্যাক্তিগত মোবাইল থেকে কুলাউড়ায় কর্মরত গণমাধ্যকর্মীদের একটি খুদেবার্তায় হাসপাতালে বিকেল ৩টায় তিনি সংবাদ সম্মেলনের কথা জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত গণমাধ্যকর্মীদের তিনি বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশ আমাকে হয়রানীর জন্য (পুলিশ) এসল্ট মামলায় জড়িয়েছে। হাসপাতালে আমাকে দেখতে আসা নেতাকর্মীদের হয়রানীও করছে পুলিশ। তিনি বলেন, আমি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি, গণতান্ত্রিক কর্মসূচি পালনে সাংবিধানিক অধিকার নিশ্চিত করা, তত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন , কুলাউড়ায় বিএনপির কর্মসূচিতে বাধা প্রদানকারী পুলিশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা, দলীয় নেতাকর্মীদের মুক্তি ও তাদের উপর  মিথ্যা মামলা প্রত্যাহার এই ৫দফা দাবিতে আমরণ অনশন চালিয়ে যাচ্ছি। যতক্ষণ পর্যন্ত আমার এ দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরণ অনশন চালিয়ে যাবো। তিনি আরও বলেন, পুলিশী হয়রানীর জন্য আমি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সুত্রে জানা যায়, কুলাউড়া স্বাধীনতা সৌধে অনশনরত বিএনপি নেতা আবেদ রাজা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে  তাকে গত ১৩  ফেব্রুয়ারী রাত দেড়টার দিকে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরদিন বিকেল ৪টায় উন্নত চিকিৎসার জন্য তাকে ছাড়পত্র দেন হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু তিনি ছাড়পত্র গ্রহণ করেননি এবং সেখানেই তিনি আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন।

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  কর্মকর্তা ডা. নুরুল হক মোবাইলে বলেন, অনশনের জন্য অ্যাড. আবেদরাজা বুকে ব্যাথা, উচ্চ রক্তচাপ ও ডায়বেটিস এ ভূগছেন। এজন্য আমরা উনাকে মঙ্গলবার বিকেলে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের জন্য ছাড়পত্র দেই। কিন্তু তিনি সেটি গ্রহণ করেননি। বৃহস্পতিবার আমি ও হাসপাতালে আরএমওকে নিয়ে যাই তাঁর কাছে। এবং ছাড়পত্র গ্রহণের জন্য বলি। কিন্তু তিনি ছাড়পত্র গ্রহণে অপারগতা প্রকাশ করেন। “আমি স্বদিচ্ছায় হাসপাতালে অবস্থান করছি” এ মর্মে একটি তার কাছ থেকে লিখিত কাগজ সংগ্রহ করেছি। বিষয়টি আমি উর্ধ্বতন কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনকেও অবগত করেছি।
তিনি আরও বলেন, সরকারি প্রতিষ্ঠানে সংবাদ সম্মেলন সম্পূর্ণরূপে অবৈধ।
এব্যাপারে সংবাদ সম্মেলনে উপস্থিত গণমাধ্যকর্মীরা সরকারি প্রতিষ্ঠানে সংবাদ সম্মেলন ও ছাড়পত্রের বিষয়ে জানতে চাইলে আবেদ রাজা সংবাদ সম্মেলনের বিষয়টি অস্বীকার করেন। ক্ষুদেবার্তার মাধ্যমে তিনি প্রেস ব্রিফিংয়ে আমন্ত্রণের ব্যাপারে জানতে চাইলে কোন সুদুত্তর না দিয়ে বিষয়টি এড়িয়ে যান এবং বলেন আমার দাবি ও অনশনের সংবাদটি কাভারেজের জন্য সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়েছি। ছাড়পত্রের বিষয়ে তিনি বলেন, এব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে কিছু জানায়নি।

Post a Comment

Previous Post Next Post