বার্সা ছাড়তে পারেন মেসি

বার্সা ছাড়তে পারেন মেসি

স্পোর্টস ডেস্কঃ স্পেন থেকে কাতালোনিয়া স্বাধীন হলে বার্সেলোনা ছাড়তে পারেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। মদ্রিদের দৈনিক এল মুন্ডোর বরাত দিয়ে এ খবর জানিয়েছে দ্য গার্ডিয়ান। একই সঙ্গে মেসির বাবার বরাত দিয়ে একই খবর প্রকাশ করেছে ফুলবলের জনপ্রিয় ওয়েবসাইট গোল.কম।

খবরে বলা হয়, কাতালানদের স্বাধীনতা লাভের ফলে বার্সেলোনা যদি আর ইউরোপিয়ান ফুটবলের বড় টুর্নামেন্টে খেলতে না পারে তাহলে দল ছাড়বেন মেসি। মেসির সঙ্গে গত নভেম্বরে ক্লাবের নতুন চুক্তিতে সেটা উল্লেখ রয়েছে বলেও খবরে প্রকাশ করা হয়েছে।

গত ১ অক্টোবর গণভোটের পর থেকেই কাতালোনিয়ানরা স্পেন থেকে স্বাধীন হতে চাইলে সমস্যা সৃষ্টি হয়। এখন পর্যন্ত যার কোন সমাধান হয়নি। আশঙ্কা রয়েছে, স্পেন থেকে কাতালোনিয়া স্বাধীন হলে ইউরোপের শীর্ষ লিগে জায়গা নাও পেতে পারে। আর সেটা হলে শুধু মেসি নয়, ক্লাবটি অনেক তারকাই বার্সেলোনা ছাড়বেন বলে ধারণা করা হচ্ছে।

Post a Comment

Previous Post Next Post