নেপালে জাতীয় পরিষদ নির্বাচন ৮ ফেব্রুয়ারি

নেপালে জাতীয় পরিষদ নির্বাচন ৮ ফেব্রুয়ারি
অনলাইন ডেস্কঃ নেপালের জাতীয় পরিষদের নির্বাচন আগামী ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। পরিষদটি ফেডারেল পার্লামেন্টের উচ্চ কক্ষ হিসেবেও পরিচিত। কর্তৃপক্ষ একথা জানায়। খবর সিনহুয়ার।

বাণিজ্যমন্ত্রী মিন বিশ্বকর্মা সংবাদমাধ্যমকে বলেন, নির্বাচন কমিশনের সুপারিশ অনুযায়ী প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার সভাপতিত্বে মন্ত্রীপরিষদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। শুক্রবার সন্ধ্যায় কর্তৃপক্ষ জানায়, জাতীয় পরিষদ নির্বাচন অনুষ্ঠানের পথ সুগম করতে নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাণ্ডারী জাতীয় পরিষদ আইন অনুমোদন দেয়ার প্রায় এক সপ্তাহ পর এ সিদ্ধান্ত নেয়া হলো।

গত বছরের ২৬ নভেম্বর ও ৭ ডিসেম্বর দুই দফায় নেপালের প্রতিনিধি পরিষদ, নিম্নকক্ষ ও প্রাদেশিক পরিষদের নির্বাচন শেষ করার পর জাতীয় পরিষদের নির্বাচন অনুষ্ঠানে সরকারের এ সিদ্ধান্ত নেয়া হলো। সিনহুয়া।

Post a Comment

Previous Post Next Post