ক্লিনটন ফাউন্ডেশন নিয়ে তদন্ত করছে এফবিআই

ক্লিনটন ফাউন্ডেশন নিয়ে তদন্ত করছে এফবিআই

অনলাইন ডেস্কঃ কয়েক মাস ধরে ক্লিনটন ফাউন্ডেশন নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে মার্কিন তদন্ত সংস্থা এফবিআই। শুক্রবার ওয়াশিংটন পোস্ট এ খবর প্রকাশ করেছে।

২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচারণা চলাকালে ওই ফাউন্ডেশন নিয়ে বিতর্ক শুরু হয়। প্রায় এক বছর ধরে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

২০০৯ থেকে ২০১৩ সালের মধ্যবর্তী সময়ে হিলারি পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন ফাউন্ডেশনের মাধ্যমে কোনো রাজনীতি করেছেন কিনা কিংবা অবৈধ কোনো কার্যক্রমে ফাউন্ডেশন জড়িত ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কী পরিমাণ অনুদান এসেছে কিংবা কারা এর সঙ্গে জড়িত ছিল সেসব বিষয়ও তদন্ত করা হবে।

নিউ ইয়র্ক টাইমস জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসন বার বার এ নিয়ে তদন্ত শুরুর আহ্বান জানিয়েছিল। সে বিষয়টি সামনে রেখেই তদন্ত শুরু হয়েছে।

Post a Comment

Previous Post Next Post