মেয়াদ বাড়লো বাহরাইনে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতের

মেয়াদ বাড়লো বাহরাইনে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতের

অনলাইন ডেস্কঃ দ্বিতীয়বারের মতো আরও এক বছর চুক্তির মেয়াদ বেড়েছে বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল ( অবঃ) কে এম মমিনুর রহমানের। সম্প্রতি চুক্তির মেয়াদ বাড়িয়ে বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক আদেশ জারি করা হয়।

এতে বলা হয় আগামী ৬ জানুয়ারি বা যোগদানের তারিখ থেকে মেয়াদ বৃদ্ধির আদেশ কার্যকর করা হবে। একই আদেশে চুক্তির মেয়াদ দুই বছর বাড়ানো হয়েছে কেনিয়ায় বাংলাদেশের হাই-কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োজিত মেজর জেনারেল ( অবঃ) আবুল কালাম মো.  হুমায়ূনের। তারা দু'জনই গত বছরের ২৪ নভেম্বর চুক্তিতে নিয়োগ পেয়েছিলেন।

মেজর জেনারেল( অবঃ) কে এম মমিনুর রহমান ২০১৪ সালের ৩০ জুন থেকে বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্বে আছেন। কাজে একাগ্রতার জন্য বাহরাইন প্রবাসী বাংলাদেশিদের কাছে প্রশংসিত হয়েছেন তিনি। বাংলাদেশ সরকারের প্রতি তার মেয়াদ বাড়ানোর দাবি জানিয়ে ২৩ নভেম্বর মতবিনিময় সভা করেন বাহরাইনস্থ বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ।

Post a Comment

Previous Post Next Post