অনলাইন ডেস্কঃ নিউইয়র্ক থেকে সরাসরি সিয়াটল যাচ্ছিল ডেল্টা এয়ারলাইন্সের একটি বিমান। কিন্তু যাত্রাপথে বিমানের টয়লেট অচল হয়ে পড়ে। যাত্রীদের অনেকেই আর প্রাতঃকৃত্যের চাপ সইতে পারছিলেন না। উপায়ান্তর না দেখে পাইলট জরুরি অবতরণ করতে বাধ্য হন পাইলট।
তবে কাছাকাছি কোনো বিমানবন্দর না থাকায় তাকে ১০০ কি. মি দূরে মন্টানার বিলিংস আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে হয়। শনিবার এই অদ্ভূত ঘটনাটি ঘটেছে।
ডেল্টা জানায়, বিমানের টয়লেটের দরজা কাজ করছিল না। এ সময় টয়লেটের সামনে লাইন পড়ে যায়। তাদের অনেকে অস্থিরতা দেখাতে থাকেন। বিমানটি এ সময় কানাডা সীমান্তের কাছ দিয়ে উড়ছিল। তবে জরুরি অবতরণের পর বিমানটিতে দেখা যায় আরেক সমস্যা। বিমানটি পৌঁছার পর সেখানে নামার সিঁড়ি পাওয়া যাচ্ছিল না।
এ সময় পাইলট জানান, বেশ কয়েকজন যাত্রীর টয়লেটে যাওয়া অতি জরুরি। পরে বিমানবন্দরের কর্মীরা একটি সিঁড়ির ব্যবস্থা করেন। পরে বিমানবন্দরের টয়লেটে নিয়ে যাওয়া হয় তাদের। এরপর যাত্রীরা শরীর হালকা করার সুযোগ পান।
উল্লেখ্য, বিমানে নিউইয়র্ক থেকে সিয়াটল যেতে প্রায় ৬ ঘণ্টা লেগে যায়।
তবে কাছাকাছি কোনো বিমানবন্দর না থাকায় তাকে ১০০ কি. মি দূরে মন্টানার বিলিংস আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে হয়। শনিবার এই অদ্ভূত ঘটনাটি ঘটেছে।
ডেল্টা জানায়, বিমানের টয়লেটের দরজা কাজ করছিল না। এ সময় টয়লেটের সামনে লাইন পড়ে যায়। তাদের অনেকে অস্থিরতা দেখাতে থাকেন। বিমানটি এ সময় কানাডা সীমান্তের কাছ দিয়ে উড়ছিল। তবে জরুরি অবতরণের পর বিমানটিতে দেখা যায় আরেক সমস্যা। বিমানটি পৌঁছার পর সেখানে নামার সিঁড়ি পাওয়া যাচ্ছিল না।
এ সময় পাইলট জানান, বেশ কয়েকজন যাত্রীর টয়লেটে যাওয়া অতি জরুরি। পরে বিমানবন্দরের কর্মীরা একটি সিঁড়ির ব্যবস্থা করেন। পরে বিমানবন্দরের টয়লেটে নিয়ে যাওয়া হয় তাদের। এরপর যাত্রীরা শরীর হালকা করার সুযোগ পান।
উল্লেখ্য, বিমানে নিউইয়র্ক থেকে সিয়াটল যেতে প্রায় ৬ ঘণ্টা লেগে যায়।
