ফুটবলের উন্নয়নে নতুন একাডেমি খুলবে জার্মানি

ফুটবলের উন্নয়নে নতুন একাডেমি খুলবে জার্মানি

অনলাইন ডেস্কঃ জাতীয় দলকে আরো এগিয়ে নেয়ার লক্ষ্যে নতুন করে একটি ট্রেনিং সেন্টার ও একাডেমি শুরু করার অনুমতি পেয়েছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি)। ২০২১ সালের মধ্যে ফ্র্যাঙ্কফুর্টে এই একাডেমিটি শুরু করার আশা করছে বিশ্ব চ্যাম্পিয়নরা। এই একডেমিতে জাতীয় দলের অনুশীলনের পাশাপাশি যুব দলের উন্নতির জন্য সহায়ক সবকিছু থাকবে। এছাড়াও কোচ ও রেফারিদের ট্রেনিংয়ের সুব্যবস্থাও থাকবে।

প্রায় এক বছরের পরিবল্পনা শেষে ডিএফবি শেষ পর্যন্ত অন্যান্য ইউরোপিয়ান ফুটবল পরাশক্তির সাথে তাল মিলিয়ে চলার লক্ষ্যে প্রায় দেড়শ মিলিয়ন ইউরো ব্যয়ে একটি কমপ্লেক্স নির্মাণ করতে যাচ্ছে। এ সম্পর্কে ডিএফবি সভাপতি রেইনহার্ড গ্রিনডেল বলেছেন, নিজেদের মত করে কোন ধরনের পারফরমেন্স আশা করতে হলে সকলের জন্য সেই ধরনের অনুকূল পরিবেশ তৈরী করে দিতে হবে।

১৯৮৮ সাল থেকে প্যারিসের অদূরে ফ্রান্সের জন্য একটি ক্লেয়ারফনটেইন সেন্টার চালু হয়েছে যেখানে জাতীয় দলসহ অন্যান্য বয়সভিত্তিক দলগুলো অনুশীলন সুযোগ সুবিধা ভোগ করে থাকে। অন্যদিকে ২০১২ সালে সেন্ট জর্জেস পার্কে প্রায় একই ধরনের একটি ট্রেনিং সেন্টার চালু করার পরে ইংল্যান্ডের যুব দলগুলো দারুণভাবে উন্নতি করেছে। ইংল্যান্ডের অনুর্ধ্ব-২০ ও অনুর্ধ্ব-১৭ দলগুলো এ’বছর বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে। এছাড়া অনুর্ধ্ব-১৯ দলটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।

ডিএভবি সহ-সভাপতি রেইনার কোচ বলেছেন, ইংলিশরা তাদের নতুন একাডমি চালু করার পর থেকে তাদের যুব দলগুলো আবারো নিজেদের প্রমাণ করেছে। ২০১৪ সালে বিশ্বকাপ জয়ের পরে আমাদের জাতীয় দলগুলোর তেমন উল্লেখযোগ্য কোন অর্জন নেই।

প্রকল্পের ম্যানেজার সাবেক জার্মান স্ট্রাইকার অলিভার বিয়েরহফ বলেছেন, আমাদের লক্ষ্যই হচ্ছে জার্মান ফুটবলের উন্নতির ধারাবাহিকতা ধরে রাখা। এই একাডেমির মাধ্যমে আমরা বিশ্বের সামনে একটি উদাহরণ সৃষ্টি করতে চাই।

Post a Comment

Previous Post Next Post