বিনোদন ডেস্কঃ
‘কোনো এক ভোরে মুখোশের জাদুকর/কোনো অবসরে চুপিচুপি বিষদাঁত, তারপর/বিপন্ন,
বিষন্ন, তবু হার মেনে নিতে নয়/যুদ্ধ বা সন্ধিই পরিচয়’ কথার গানটি
লিখেছেন জিয়াউর রহমান জিয়া। সুর করেছেন গিটারিস্ট দিয়াত খান। ‘জাদুকর’
শিরোনামের নতুন গান নিয়ে এসেছে শিরোনামহীন।
দলটির প্রধান ভোকাল তানযীর তুহীন গত ৬ অক্টোবর দল ছেড়ে দেয়ার ঘোষণা দেন। এরপর নানা ঘটনার মধ্য দিয়ে সময় কেটেছে। দলটির ভাঙা-গড়ার এই সময় তাদের ইউটিউব চ্যানেল প্রকাশিত হয়েছে ‘জাদুকর’ শিরোনামের নতুন এই মিউজিক ভিডিও।
মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন নির্মাতা আশরাফ শিশির। গানে জাদুকর চরিত্রে অভিনয় করেছেন অরণ্য রানা। তানযীর তুহীন চলে যাওয়ার পর তার স্থলাভিষিক্ত হয়েছেন ইশতিয়াক, গানে কণ্ঠ দিয়েছেন তিনি।
দলটির প্রধান ভোকাল তানযীর তুহীন গত ৬ অক্টোবর দল ছেড়ে দেয়ার ঘোষণা দেন। এরপর নানা ঘটনার মধ্য দিয়ে সময় কেটেছে। দলটির ভাঙা-গড়ার এই সময় তাদের ইউটিউব চ্যানেল প্রকাশিত হয়েছে ‘জাদুকর’ শিরোনামের নতুন এই মিউজিক ভিডিও।
মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন নির্মাতা আশরাফ শিশির। গানে জাদুকর চরিত্রে অভিনয় করেছেন অরণ্য রানা। তানযীর তুহীন চলে যাওয়ার পর তার স্থলাভিষিক্ত হয়েছেন ইশতিয়াক, গানে কণ্ঠ দিয়েছেন তিনি।
