শান্তিনিকেতনে জমজমাট বড়দিনের উৎসব

শান্তিনিকেতনে জমজমাট বড়দিনের উৎসব
অনলাইন ডেস্কঃ ভারতের বীরভূম জেলায় রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিরোজিত শান্তিনিকেতনে পৌষ মেলার চতুর্থ দিনে পালিত হলো যীশু খ্রিস্টের জন্মদিন। এদিন উপাসনা গৃহে মন্ত্র উচ্চারণ ও রবীন্দ্রসঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় বড়দিনের উৎসব।

মেলার চতুর্থ দিনে জনসমুদ্রে পরিণত হয়েছে শান্তিনিকেতন প্রাঙ্গণ। শীতের পরদ যতো নামছে ততই যেন পৌষ মেলা জমে উঠেছে। এদিন উপাসনা গৃহটিকে মোমবাতি, প্রদীপ দিয়ে সাজিয়ে তোলা হয়। এই অনুষ্ঠানে ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য স্বপন কুমার দত্ত। সঙ্গীত ভবনের ছাত্র ছাত্রীরা এদিন উপাসনা গৃহে উপাসনা এবং সঙ্গীতের মাধ্যমে বড় দিনকে পালন করে বিশ্বভারতী।

বড়দিনের উৎসব দেখতে এদিন দূর দুরন্ত থেকে মানুষ ভিড় জমায়। কেউ এসেছেন বেলজিয়াম থেকে আবার কারো ঠিকানা ভারতেরই দক্ষিণ প্রান্ত। এই সময় সবাই মিলে মিশে একাকার হয়ে যায় বোলপুর। মিলনক্ষেত্র হয়ে ওঠে শান্তিনিকেতন।



Post a Comment

Previous Post Next Post