ইয়েমেনে বিমান হামলায় নিহত ৫০

ইয়েমেনে বিমান হামলায় নিহত ৫০
অনলাইন ডেস্কঃ পশ্চিম ইয়েমেনের একটি শহরে বিমান হামলা এবং একটি ব্যালিস্টিক মিশাইল উৎক্ষেপণের সময় ধ্বংস হওয়ার ঘটনায় ৫০জন হুথি বিদ্রোহীর মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, আল জারাহি এবং হায়াসে সেনা ঘাঁটির ওপর হামলা চালায় ইয়েমেন সেনারা। ইয়েমেন সেনাদের সঙ্গে বিপুল লড়াই চলে। এতেই ৫০জন হুথি যোদ্ধাদের মৃত্যু হয়।  এছাড়াও রাস ইসা বন্দরের কাছে ব্যালিস্টিক মিশাইল উৎক্ষেপণের সময় এটি ধ্বংস করে দেওয়া হয়।

অপরদিকে, ইয়েমেনের দক্ষিণ পশ্চিমে তায়িজ এলাকা হাদিপন্থি সন্ত্রাসবাদী অধ্যুষিত এলাকা। সেই এলাকায় ক্ষেপনাস্ত্রের আঘাতে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। একটি ছোঁড়া হয়েছে খালিদ সামরিক ঘাঁটিতে এবং অপরটি মওয়াজ শহরে।

Post a Comment

Previous Post Next Post