হতদরিদ্র রাসেল বাচঁতে চায় ,সকলের সহযোগিতায় বাচতে পারে একটি প্রান

হতদরিদ্র রাসেল বাচঁতে চায়
মিসবাহ উদ্দিন: মানুষ মানুষের জন্য আপনার একটু সহযোগিতায় হয়তো বাচতে পারে একটি জীবন। জলঢুপ হাইস্কুল প্রাঙ্গণের গাছতলার সকলের পরিচিতমুখ চানাচুর বিক্রেতা ও বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের গল্লাসাঙ্গন গ্রামের মাতাব উদ্দিন ( মাতাই মামু) এর ছোট ছেলে রাসেল আহমেদের (১৮) দীর্ঘদিন থেকে শরীরের একটি বাল্ব নষ্ট হয়ে গেছে। ছোট ছেলে রাসেলের চিকিৎসার জন্য চানাচুর বিক্রেতা মাতাই (মামু) ইতিমধ্যে তার উপার্জিত স্বল্প পুঁজি শেষ করে ফেলেছেন। কিন্তু  তাতে চিকিৎসার পাঁচভাগও উন্নতি হয়নি এ স্বল্প অর্থে। রাসেলের চিকিৎসার জন্য প্রায় তিন লক্ষাধিক টাকার প্রয়োজন, যা দরিদ্র ও অসহায় মাতাব উদ্দিনের  সাধ্যের অনেক বাইরে। একদিকে, অসুস্থ ছেলে রাসেল আবার অন্যদিকে সাত জনের বড় পরিবার। চানাচুর বিক্রির সামান্য পুঁজি দিয়ে একা কতদিক সামলাবেন – এ নিয়ে অসহায় হয়ে পড়েছেন মাতাব উদ্দিন। তার উপর ছেলে অসুস্থ থাকায় কয়েকদিন থেকে চানাচুর বিক্রিও বন্ধ করে দিয়েছেন। দীর্ঘ প্রায় তিন যুগেরও অধিক সময় ধরে উপজেলার জলঢুপ হাইস্কুলের গাছতলায় চানাচুর বিক্রি করেই সংসার চালাচ্ছেন।  সকলের পরিচিত মুখ মাতাই মামু। অভাব-অনটনে্র মধ্যে দিন কাটালেও কারো কাছে কখনো হাত পাততে হয় নি তার। কিন্তু আজ অসহায় মাতাই (মামু) তার ছোট ছেলে রাসেলকে বাঁচাতে সকলের সাহায্যের আবেদন করেছেন। আপনিও চাইলেই হাসোজ্জ্বল ও বিনয়ী মাতাই মামুর ছেলের চিকিৎসার জন্য মানবতার ডাকে সাড়া দিতে পারেন। হয়তো আপনার সাহায্যই পারে রাসেলকে সুস্থ ও সুন্দর জীবন ফিরিয়ে দিতে।  মাতাব উদ্দিন ( মাতাই মামু) কে সাহায্য পাঠাতে হলে যোগাযোগ করুন-    
তোফায়েল আহমেদ স্বপন (০১৭১২-৯১৮৪২৬) ও
আবু সুফিয়ান (০১৭১৫-১৭২৭০৮)

Post a Comment

Previous Post Next Post