বিএনপি'র সভাস্থলে পুলিশের বাধা

বিএনপি'র সভাস্থলে পুলিশের বাধা


বিয়ানীবাজার প্রতিনিধিঃ  বিয়ানীবাজারে বিএনপি'র কেন্দ্রীয় ঘোষিত কর্মসুচি নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়নের সভা পন্ড করে দিয়েছে পুলিশ। উপজেলার বারইগ্রাম বাজারে ৯ নভেম্বর বিকালে এ কর্মসুচি ছিলো বলে বিএনপি দলীয় সুত্র নিশ্চিত করেছে। সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিলো সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম এবং বিশেষ অতিথি হিসাবে জেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মান্নান। 

বিয়ানীবাজার বিএনপির সহ সভাপতি আতাউর রহমান গণমাধ্যমকে জানান, বিভিন্ন ইউনিয়ন ভিত্তিক আমাদের কর্মসুচি আমরা পালন করেছি তারই ধারাবাহিকতায় আজ লাউতা ইউনিয়নের কর্মসুচি ছিলো, কিন্তু সভাস্থলে সকাল থেকে পুলিশ মোতায়েন রয়েছে এবং তারা বলছে আরেকটি রাজনৈতিক দল নাকি একই স্থানে সভা ডেকেছে। এ ব্যাপারে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ শাহজালাল মুন্সীর সাথে যোগাযোগ  করা হলে তিনি জানান, বিএনপির কর্মসুচির সভার কোনো অনুমতি ছিলো না এবং একই স্থানে আরেকটি গ্রুপ সভা ডাকায় আইন শৃঙ্খলা অবনতির আশংকায় পুলিশ সমাবেশ পন্ড করেছে। 

এদিকে, শান্তিপুর্ন কর্মসুচিতে পুলিশ বাধা প্রদান করায় এর তীব্র নিন্দা করেছেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি নজমুল হোসেন পুতুল এবং সাধারন সম্পাদক সিদ্দিক আহমদ।

Post a Comment

Previous Post Next Post