মেসিকে হারানোর বাজি রোনালদোর !

মেসিকে হারানোর বাজি রোনালদোর !

স্পোর্টস ডেস্কঃ পাঁচবার বর্ষসেরা হলেও সমালোচনা পিছু ছাড়ে না রিয়াল সুপারস্টার ক্রিস্তিয়ানো রোনালদোর। চলতি লা লিগায় গোলখরা চলছে তার।
 লিগে ৭ ম্যাচে করেছেন মাত্র ১ গোল। যথারীতি শুরু হয়েছে সমালোচনা। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে সতীর্থদের আশ্বস্ত করলেন রোনালদো। বললেন, এবার লা লিগায় তিনি মেসিকে টপকে সর্বোচ্চ গোলদাতা হবেন।

ফর্মহীনতায় ভুগতে থাকা পর্তুগিজ সুপারস্টার শুধু এটুকুতেই থেমে থাকেননি; রীতিমতো সতীর্থদের সঙ্গে বাজি ধরেছেন যে, মেসিকে গোলের সংখ্যায় হারিয়ে দেবেন তিনি! রেডিও মার্কার এক অনুষ্ঠানে বিখ্যাত স্প্যানিশ ক্রীড়া সাংবাদিক হোসে রামোন দেলা মরেনা এই তথ্য ফাঁস করেন! তবে বাজির দর সম্পর্কে কিছু বলেননি ওই সাংবাদিক।

সর্বশেষ ২০১৪/১৫ সালে ৩৫ ম্যাচে ৪৮ গোল করে লা লিগার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছিলেন রোনালদো। পরের দুই মৌসুমে সেই ট্রফি দখল করেছেন লুই সুয়ারেস এবং লিওনেল মেসি। এবারও দুর্দান্ত ফর্মে আছেন মেসি। এখন পর্যন্ত ১১ ম্যাচে ১২ গোল করে ফেলেছেন আর্জেন্টাইন জাদুকর।
সেখানে ৫ ম্যাচ না খেলা রোনালদোর গোল মাত্র ১টি! কীভাবে আর্জেন্টিনা অধিনায়ককে পেছনে ফেলে বাজি জিতবেন রোনালদো?

Post a Comment

Previous Post Next Post