অনলাইন ডেস্কঃ ছয় বছরের আরাবেলা তাই করে দেখাল যেটা করতে পারছিলেন না তার নানা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তা হলো, চীনাদেরকে মুগ্ধ করা।
তাও আবার চীনে না গিয়েই!
আরাবেলার অনর্গল ম্যান্ডারিন শুনে চীনারা সত্যিই মুগ্ধ হয়েছেন। আরাবেলা ট্রাম্পের বড় মেয়ে ইভানকার মেয়ে। তার বাবা জেয়ার্ড কুশনার।
চলমান এশিয়া সফরে বেইজিং পৌঁছানোর পর চীনা প্রেসিডেন্ট শি জিন পিং এবং তার স্ত্রী পেং লিউয়ান এর সঙ্গে প্রথম বৈঠকেই ট্রাম্প তাদেরকে তার নাতনি আরাবেলার একটি ভিডিও দেখান। যেখানে আরাবেলা ম্যান্ডারিন ভাষায় প্রাচীন একটি কবিতা আবৃত্তি করছিল এবং একটি গান গাইছিল।
চীনা প্রেসিডেন্ট শি জিন পিং এবং তার স্ত্রী আরাবেলার ম্যান্ডারিন শুনে বেশ মুগ্ধ হয়েছেন। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জিনহুয়াতে ওই ভিডিওটি প্রকাশও করা হয়।
শি জিন পিং চীনা ভাষায় আরাবেলার দক্ষতার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। এবং সে এ প্লাস পাওয়ার যোগ্য বলেও মন্তব্য করেছেন।
অনলাইনেও চীনারা আরাবেলার ভিডিওটি বেশ পছন্দ করেছে।
ভিডিওটি অনলাইনে পোস্ট করার ঘন্টা না পেরোতেই টুইটারের চীনা সংস্করণ উইবো-তে সেটিতে এক লাখ বার লাইক, শেয়ার এবং কমেন্ট করা হয়।
উইবো ইউজাররা এই ঘটনাকে ‘নাতনি কুটনীতি: কুটনীতির ইতিহাসে আরেকটি ক্ল্যাসিক’ বলে আখ্যায়িত করেছন।
এক উইবো ইউজার লিখেছেন, সে খুবই সুন্দরী। তার ম্যান্ডারিন বলার দক্ষতা আমার চেয়েও ভালো।
আরেকজন লিখেছেন, মার্কিন প্রেসিডেন্টের নাতনি দুনিয়াকে দেখিয়ে দিচ্ছে যে, তাদেরকে উদারহণ হিসেবেই গণ্য করা উচিত।
গত এপ্রিলে শি জিন পিং ও তার স্ত্রী যুক্তরাষ্ট্র সফরে গেলে সেবারও আরাবেলা তাদেরকে চীনা ভাষায় গান গেয়ে শুনিয়ে মুগ্ধ করেছিল। সেবার আরাবেলা গেয়েছিল চীনের জনপ্রিয় ফোক গান জেসমিন ফ্লাওয়ার গানটি। কবিতাও আবৃত্তি করেছিল আরাবেলা।
এপ্রিলে আরাবেলার ওই পারফরমেন্সের ভিডিও তার মা ইভানকা টুইটারে পোস্ট করার পর সেটি চীনের উইবোতে রিপোস্ট করা হয়। এবং তা ২ কোটি বার দেখা হয়েছে।
এবারের নতুন ভিডিওটিতে আরাবেলা গেয়েছে ‘আমাদের মাঠ’ এবং ‘আমার ভালো মা’ গান দুটো। আর ‘লুক লুশান ওয়াটার ফল’ কবিতাটি আবৃত্তি করেছে।
