সাদমান-শান্ত’র ব্যাটে বাংলাদেশের জয়

সাদমান-শান্ত’র ব্যাটে বাংলাদেশের জয়
স্পোর্টস ডেস্কঃ চলমান বাংলাদেশ ‘এ’ দল বনাম আয়ারল্যান্ড ‘এ’ দলের মধ্যকার পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে আয়ারল্যান্ড ‘এ’ দলকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ ‘এ’ দল। প্রথম ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়েছিল।

মঙ্গলবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাট করতে নামা  আইরিশদের ইনিংসের শুরুতেই ধ্বংসস্তূপে পরিণত করেন বাংলাদেশের দুই পেসার আবু হায়দার রনি ও শুভাশিস রায়। শেষ পর্যন্ত  বাংলাদেশের পেস-স্পিনের জোড়া আক্রমণে ১০৩ রানেই গুটিয়ে যায় সফরকারী আইরিশরা। ব্যালবিরনির ৫১ ও গেটকেটের ২৩ ছাড়া দুই অঙ্ক ছুঁতে পারেননি আইরিশদের কোন ব্যাটসম্যান।

বাংলাদেশের হয়ে আবু হায়দার রনি ৩ উইকেট নেন। তানভীর হায়দার ও সানজামুল নেন ২টি করে উইকেট। শুভাশিস, রাজু ও আল-আমিন নেন একটি করে উইকেট।

১০৪ রানের লক্ষ্য তাড়ায় ৩৩ রানের উদ্বোধনী জুটি গড়েন সাদমান ইসলাম ও জাতীয় দলে উপেক্ষিত এনামুল হক বিজয়। ২ ছক্কা এক চারে বিজয় ২০ রান করে পিটার চেজের বলে বোল্ড হয়ে গেলে ভাঙে এ জুটি। দ্বিতীয় উইকেটে অধিনায়ক শান্তর সঙ্গে ৪৭ রানের আরেকটি ভালো জুটি গড়ে ২৪ রান করে ফেরেন সাদমান। আল-আমিনকে সঙ্গে নিয়ে বাকি কাজটা সারেন শান্ত। ২৮ বলে ৬ চারে ৩২ রানে অপরাজিত ছিলেন শান্ত। বাংলাদেশ শেষ পর্যন্ত ১৮৫ বল ও ৮ উইকেট হাতে রেখে জয়লাভ করে।

Post a Comment

Previous Post Next Post