সবার আগে সিলেট আসছে সিক্সার্স ও ভিক্টোরিয়ান্স

সবার আগে সিলেট আসছে সিক্সার্স ও ভিক্টোরিয়ান্স
স্পোর্টস ডেস্কঃ  বিপিএল শুরু হতে আর বেশি দিন নয়।প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজিগুলোও সিলেট আসার পরিকল্পনা সেরে নিয়েছে। সবার আগে সিলেট আসছে স্বাগতিক দল সিলেট সিক্সার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দল দু’টির সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট ৪ নভেম্বর শুরু হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে সিলেট সিক্সার্স ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস।

সিলেট সিক্সার্সের দায়িত্বশীল সূত্র জানিয়েছে আগামি ২৫ অক্টোবর সিলেট আসবে দলটি। কোচিং স্টাফের সদস্যসহ বেশ কয়েকজন ক্রিকেটার এ দিনে সিলেটে এসে অনুশীলন কার্যক্রম শুরু করবেন। সিলেট জেলা স্টেডিয়ামে অনুশীলন করবে স্বাগতিক দলের নাসির, সাব্বিররা।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সও একই দিন আসবে সিলেটে। সিলেট জেলা স্টেডিয়ামে অনুশীলন করবে তামিম বিহীন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ভিক্টোরিয়ান্সের সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বিপিএলের জন্য এরই মধ্যে প্রস্তুুতি নিতে শুরু করেছে সিলেট। উদ্বোধনী ম্যাচের ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সম্পূর্ণ প্রস্তুুত। এরই মধ্যে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্টদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা।

বিপিএল দলগুলোর জন্য সিলেটের চারটি হোটেল প্রস্তুুত রাখা হয়েছে। শহরের মধ্যে থাকবে ছয়টি দল, একটি দল থাকবে শহরের বাইরে। নগরের রোজভিউ হোটেলে থাকবে তিনটি দল, স্টার প্যাসিফিকে থাকবে ২টি দল ও নির্ভানা ইনে থাকবে একটি দল। শহরের বাইরে খাদিমপাড়ার কল্লগ্রামস্থ নাজিমগড় রিসোর্টে থাকবে একটি দল।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স ২৫ অক্টোবর সিলেটে এসে পৌছবে। পরদিন ২৬ অক্টোবর দলটি অনুশীলনে নামবে। সিলেট সিক্সার্সের কর্মকর্তারা আগামিকাল ২৪ অক্টোবর সিলেটে আসবেন। ২৫ অক্টোবর আসবেন দলের খেলোয়াড়রা। এদিন অনুশীলনও করবে দলটি।

ভিক্টোরিয়ান্সের কোচ সালাউদ্দিন জানিয়েছেন, তামিমকে ছাড়াই তাদেরকে অনুশীলনে নামতে হবে। সাউথ আফ্রিকায় সফরে ড্যাশিং ওপেনার ইনজুরিতে পড়ায় বিপিএলে শুরুতে থাকে পাওয়া যাবে না।

সিলেট সিক্সার্সের কর্মকর্তা তামজিদুল ইসলাম বলেন, আমরা ২৪ অক্টোবর সিলেটে আসবো। দলের অনুশীলন শুরু হবে ২৫ অক্টোবর থেকে।

Post a Comment

Previous Post Next Post