সরকারি হাসপাতালে নির্ধারিত ফি’র অতিরিক্ত নিলে শাস্তি : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে নির্ধারিত ফি’র অতিরিক্ত নিলে শাস্তি : স্বাস্থ্যমন্ত্রী


অনলাইন ডেস্কঃ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন সরকারি হাসপাতালে নির্ধারিত ফি এর অতিরিক্ত নিলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া অন্য কোন ফি নেওয়ার সুযোগ নেই। মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে গাজীপুরে অবস্থিত শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে ফ্রি হার্ট ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।

এ সময় মন্ত্রী বলেন, দেশের কোন বেসরকারি মেডিকেল কলেজে সরকার নির্ধারিত ভর্তি ফি এর অতিরিক্ত আদায়ের অভিযোগ পাওয়া গেলে সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া রোহিঙ্গাদের মাধ্যমে বাংলাদেশে যাতে এইচআইভি সহ মারাত্মক কোন সংক্রামক রোগ ছড়াতে না পারে সে ব্যাপারে স্বাস্থ্য বিভাগ সতর্ক রয়েছে। তাদেরকে মানবিক দিক বিবেচনায় রোহিঙ্গাদের সকল স্বাস্থ্যসেবা প্রদান করছে বাংলাদেশ সরকার।

এর আগে মন্ত্রী শেখ ফজিলাতুন্নেছা মুজিব কেপিজে হাসপাতালে ফ্রি হার্ট ক্যাম্পের উদ্বোধন করেন। এসময় মন্ত্রীর সাথে হাসপাতালের উর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় রাজনীতিবিদ ও গাজীপুর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Post a Comment

Previous Post Next Post