ঈদগাহে জায়নামাজ ছাড়া অন্য কিছু নয়: র‌্যাব মহাপরিচালক

নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল আযহার দিন ঈদগাহে যাওয়ার সময় জায়নামাজ ছাড়া অন্য কিছু সঙ্গে না নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ।

বুধবার জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করতে গিয়ে তিনি এ অনুরোধ জানান।
তবে প্রয়োজনে মুখ খোলা পাত্রে পানি নেওয়া যাবে বলেও জানিয়েছেন তিনি।

র‌্যাব প্রধান বলেন, ঢাকায় প্রায় ৬০০ ঈদজামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রধান প্রধান জামাত ঘিরে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা জোরদার করেছে র‌্যাবের পাঁচটি ব্যাটালিয়ন। পাশাপাশি জেলা পর্যায়েও থাকবে নিরাপত্তা।

তিনি জানান, যেসব স্থানে র‌্যাবের ক্যাম্প রয়েছে, সেসব এলাকাতেও র‌্যাব সদস্যদের উপস্থিতি থাকবে। ঈদজামাত ঘিরে সুনির্দিষ্ট কোনো হুমকি না থাকলেও সব ধরনের ঝুঁকির কথা মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা সমন্বয় করা হয়েছে।

বেনজীর আহমেদ বলেন, জঙ্গি তৎপরতা রোধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারি রয়েছে। গত এক বছরে জঙ্গিদের শক্তির মারাত্মক ক্ষয় হয়েছে। তাই নিরাপত্তা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে আত্মতৃপ্তিরও কারণ নেই। জঙ্গি নির্মূল না করা পর্যন্ত কাজ করতে হবে।

তিনি বলেন, নিরাপত্তা ব্যবস্থার জন্য সময় বেশি লাগতে পারে, বিরক্তও লাগতে পারে। তবু নিরাপত্তাকে কেউ অহেতুক ঝামেলা হিসেবে নেবেন না। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। 

Post a Comment

Previous Post Next Post