শাহজালাল যুব কল্যাণ পরিষদের উদ্দ্যোগে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ

মুকিম আহমদ চৌধুরীঃ কুলাউড়ায় হযরত শাহজালাল যুব কল্যাণ পরিষদের উদ্দ্যোগে আসন্ন পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে অসহায় দুঃস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ৩১ আগষ্ট বৃহস্পতিবার কুলাউড়া রেলওয়ে রিক্রিয়েশন ক্লাব কার্যালয়ে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্টানে সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক ইমামুল ইসলাম শাহনুর। পরিষদের যুগ্ম-আহ্বায়ক আজিজুল ইসলাম সুলেমানের পরিচালনায় ঈদ খাদ্য সামগ্রী বিতরণে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-২ (কুলাউড়া-কমলগঞ্জ) আসনের মননীয় সংসদ সদস্য মোঃ আব্দুল মতিন। অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধরী মোঃ গোলাম রাব্বী,কু লাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সহ-সভাপতি মাওঃ আব্দুল ওয়াহিদ, সহ-সাধারন সম্পাদক মোঃ আতিকুর রহমান আখই, কুলাউড়া উপজেলা আল-ইসলাহ'র সহ-সভাপতি অধ্যক্ষ মাওঃ আহসান উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ বদরুল ইসলাম, রেলওয়ে শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, ১নং ওয়ার্ড আল-ইসলাহ'র সাধারণ সম্পাদক হাফিজ মছব্বির আলী, উপজেলা তালামিযের সহ-সভাপতি আব্দুশ শুকুর ছরকুম, পরিষদের সাবেক সহ-সভাপতি আহমদ আলী, সদস্য তারেকুল ইসলাম, মাওঃ আব্দুল্লাহ, হামিদুর রহমান, মিশকাত আহমদ প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post