জুড়ীতে ১৯৮৬ পিচ ইয়াবা উদ্ধার

জুড়ীতে ১৯৮৬ পিচ ইয়াবা উদ্ধার
জুড়ীতে ১৯৮৬ পিচ ইয়াবা উদ্ধার
জুড়ী প্রতিনিধিঃ মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা সীমান্ত এলাকা থেকে ১৯৮৬ পিচ ইয়াবা উদ্ধার করেছে ৫২ বিজিবি।

২২ সেপ্টেম্বর শুক্রবার ভোরে এ ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এবং একই দিন বিকেলে উদ্ধারকৃত ট্যাবলেটগুলো জেলা মাদবদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দিয়েছে।

৫২ বিজিবি সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জুড়ী উপজেলার ফুলতলা ক্যাম্পের নায়েক মাইনের নেতৃত্বে বিজিবি সদস্যরা ১৮২৬ নং সীমান্ত পিলারের পাশ্ববর্তী বটুলি নামক এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৯৮৬ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।

৫২ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল নেয়ামুল কবির ইয়াবা ট্যাবলেট উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো মৌলভীবাজার জেলা মাদকদ্রব্য অধিদপ্তরে জমা দেয়া হয়েছে। তবে এঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

Post a Comment

Previous Post Next Post