![]() |
হজযাত্রীদের ৫০ শতাংশ দেশে ফিরেছেন |
অনলাইন ডেস্কঃ
চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার
২২৯ জন সৌদিআরব যান। গত ৩১ আগস্ট পবিত্র হজ পালিত হয়। এরপর ৬ সেপ্টেম্বর
হজের ফিরতি ফ্লাইট চালু হয়। মোট হজযাত্রির মধ্যে হজের আগে ও পরে মোট ১৩৬ জন
মারা গেছেন। তাদের বাদে মোট ১ লাখ ২৭ হাজার ৯৩ জনের দেশে ফেরার কথা।
ধর্ম
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত তিন সপ্তাহে ( ৬ সেপ্টেম্বও থেকে ২২
সেপ্টেম্বর) পর্যন্ত মোট ৬৩হাজার ২২০জন হাজি অর্থাৎ শতকরা প্রায় ৫০ শতাংশ
হজযাত্রী দেশে ফিরে এসেছেন। আগামী ৫ অক্টোবর পর্যন্ত ফিরতি হজ ফ্লাইট চলবে।
মোট ১৮৩টি (বিমানের ৮৬টি এবং সৌদি এয়ারলাইন্সের ৯৭টি) ফিরতি ফ্লাইটে তারা দেশে ফিরেছেন। হজ বুলেটিন সূত্রে এসব তথ্য জানা গেছে।