কুলাউড়া প্রতিনিধি:
কুলউড়ার ঐতিহ্যবাহী লংলা আধুনিক ডিগ্রি কলেজের দুই শতাধিক দরিদ্র ও মেধাবী
শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণ করা হয়েছে। লংলা আধুনিক ডিগ্রি কলেজ,
লংলা ট্রাষ্ট, যুক্তরাজ্য প্রবাসী খন্দকার আব্দুল করিম ও পোওর ফাউন্ডেশনের
যৌথ অর্থায়নে এ পাঠ্যবই বিতরন করা হয়।
শনিবার
দুপুরে কলেজের হলরুমে পাঠ্যবই বিতরণ অনুষ্টানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ
মো. আতাউর রহমানের সভাপতিত্বে ও পদর্শক সমেরেশ দাসের পরিচালনায় প্রধান
অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন এমপি।
বিশেষ
অতিথির বক্তব্য দেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন সিলেটের সভাপতি অধ্যাপক
ডা. রুকন উদ্দিন আহমদ, লংলা কলেজ গভর্নিং বডির সদস্য ও কর্মধা ইউপির সাবেক
চেয়ারম্যান হাজী নজিব আলী, লংলা ট্রাস্টের সচিব উস্তার মিয়া, কলেজের সহকারী
অধ্যাপক নজমুল ইসলাম, জীব বিজ্ঞান বিভাগের প্রভাষক জয়েন্ত কুমার দেবনাথ,
দৈনিক দিনকাল প্রতিনিধি মোক্তাদির হোসেন, কুলাউড়া উপজেলা সেচ্ছাসেবকলীগের
সাবেক যুগ্ম আহ্বায়ক হোসেন মোহাম্মদ মনসুর, পৃথিমপাশা ইউনিয়ন আওয়ামীলীগের
সাংগঠনিক সম্পাদক ময়নুল ইসলাম পংকি, কুলাউড়া রিপোর্টার্স ইউনিপির সাধারণ
সম্পাদক সেলিম আহমেদ, কুলাউড়া সমিতি দুবাই’র সাংগঠনিক সম্পাদক ইছমত আলী,
পোওর ফাউন্ডেশনের চেয়ারম্যান হাসান আল মাহমুদ রাজু প্রমুখ।
