স্পোর্টস ডেস্কঃ
সিঙ্গাপুরে গ্লেনঈগলস হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক
অধিনায়ক ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজনের অবস্থার উন্নতি হয়েছে, এবং
তাঁকে ইন্টেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) থেকে সাধারণ কেবিনে নেওয়া হয়েছে।
তিনি
এখন অনেকটাই স্বাভাবিক অবস্থায় ফিরেছেন, খুব শিগগির হাসপাতাল থেকেও ছাড়া
পাবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।
রাবিদ
জানান, 'তাঁর অবস্থার দ্রুত উন্নতি হয়েছে, তাই চিকিৎসকরা তাকে আর আইসিইউতে
রাখার প্রয়োজন মনে করছেন না। আমরা আশা করছি অতি তাড়াতাড়ি হাসপাতাল থেকে
ছাড়া পেয়ে দেশে ফিরবেন তিনি।
উল্লেখ্য,
৩০ জুলাই দুপুরে অসুস্থ সুজনকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার
তার অবস্থার কিছুটা উন্নতি হলে ওই রাতেই উন্নত চিকিৎসার জন্য এয়ার
অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয় তাঁকে।
