স্পোর্টস ডেস্কঃ
সেন্ট লুসিয়া স্টারসের বিপক্ষে একাদশে সুযোগ হয়নি মিরাজের। তবে দলের বাইরে
থেকে অবশ্য জয় উদযাপন করার সুযোগ পেয়েছেন তিনি। নিজেদের উদ্বোধনী ম্যাচে
মিরাজের দল ত্রিনাবাগো নাইট রাইডার্স ৯ উইকেটে হারিয়েছে সেন্ট লুসিয়াকে।
শনিবার
(৫ আগস্ট) বাংলাদেশ স্থানীয় সময় সকালে টস জিতে সেন্ট লুসিয়াকে ব্যাটিংয়ে
পাঠায় ত্রিনবাগো নাইট রাইডার্স। ত্রিনবাগোর বোলিং তোপে ব্যাটিংয়ে খুব একটা
সুবিধা করতে পারেনি সেন্ট লুসিয়া। নির্ধারিত ২০ ওভারে ড্যারেন সামির দল
করতে পারে ৯ উইকেটে ১৩২ রান। যে লক্ষ্য ব্রেন্ডন ম্যাককালাম ও কলিন মুনরোর
হার না মানা হাফসেঞ্চুরিতে মাত্র ১ উইকেট হারিয়ে টপকে যায় ত্রিনবাগো নাইট
রাইডার্স।
সেন্ট
লুসিয়ার হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন আন্দ্রে ফ্লেচার। শেষ দিকে কাইল মায়ারের
ব্যাট থেকে আসে ২৩ রান। ব্যর্থ হয়েছেন জনসন চার্লেস (২), কামরান আকমল (৫),
মারলন স্যামুয়েলস (১৩) জেসি রাইডার (১৮) ও ড্যারেন সামির (৬) মতো
ব্যাটসম্যানরা। ত্রিনবাগোর বোলাররা আসলে মোটেও সুবিধা করতে দেননি। শাদাব
খান (২/১৫) ও ডোয়াইন ব্রাভো (২/২৩) ছিলেন সবচেয়ে বেশি ভয়ঙ্কর। পাকিস্তানি
স্পিনার শাদাব জিতেছেন ম্যাচসেরার পুরস্কারও।
১৩৩
রানের লক্ষ্যের শুরুতে সুনিল নারিনের উইকেট হারালেও সহজ জয় নিশ্চিত করে
মিরাজের দল। ম্যাককালাম ও মুনরো মিলে ঝড় তোলেন সেন্ট লুসিয়ার বোলারদের ওপর।
দুজন মিলে শেষ করেন খেলা। ম্যাককালাম ২৭ বলে ২ চার ও ৭ ছক্কায় খেলেছেন
অপরাজিত ৫৮ রানের ইনিংস। তার সঙ্গে তাল মিলিয়ে মুনরো ৩৯ বলে ৭ চার ও ২
ছক্কায় খেলেছেন হার না মানা ৬৬ রানের ইনিংস।
তথ্যসূত্র : ক্রিকইনফো।
