রাজনগর মুন্সিবাজারে বন্যা দুর্গতদের মাঝে ত্রান বিতরন

সৈয়দ ফুয়াদ হোসেনঃ মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় মুন্সিবাজর ইউনিয়নে ৩০০ টি বন্যা দুর্গত পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে। গত ৪রা জুলাই মুন্সিবাজার ইউনিয়নের ১নং, ২নং ও ৩নং ওয়ার্ডের ৩০০টি বন্যা দুর্গত পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডলি বেগম, ইউপি চেয়ারম্যান মো: ছালেক মিয়া ও মহিলা ও পুরুষ ইউ পি সদস্য ও স্থানীয় লোকজন। বিতরনকৃত ত্রান সামগ্রীর মধ্যে ইউপি চেয়ারম্যানের নিজস্ব তহবিল থেকে সেলাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও গুড় এবং ইউনিয়ন পরিষদের তহবিল থেকে ১কে চিড়া, আধা কেজি মুড়ি, ১০ কেজি গম ছিল। উল্লেখ্য কয়েক দিনের টানা বর্ষনে ও উজান থেকে নেমে আশা পাহাড়ী ঢলে মুন্সিবাজার ইউনিয়নের প্রায় ১১টি গ্রামের মানুষ পানি বন্দি হয়েছেন। বন্যা কবলিত গ্রাম এগুলো হল মেদেনিমহল, চালবন, বাগেরবারি, মৌলভীরচক, সুনাটিকি, পথেরগাও, বড়কাপন, কান্দি,জামুরা, নিদনপুর, এবং ধনপুর। মুন্সিবাজার ইউনিয়নের চেয়ারম্যান বলেন নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশংকা রয়েছে এবং বন্যা পরিস্থিতি মোকাবেলায় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে যা যা প্রয়োজন তাই করা হবে ।

Post a Comment

Previous Post Next Post