অস্ট্রেলিয়ায় এইচপি স্কোয়াডের শুভ সূচনা

স্পোর্টস ডেস্কঃ দারুণ এক জয় দিয়ে অস্ট্রেলিয়া সফর শুরু করলো বিসিবি হাইপারফরম্যান্স (এইচপি) দল। প্রথম ম্যাচে নর্দান টেরিটরি (এনটি) একাদশকে এক উইকেটে হারিয়েছে লিটন দাসের দল।

ডারউইনে প্রথসে ব্যাটিং করে যুবায়ের হোসেন ও তানভীর হায়দারের দুর্দান্ত বোলিংয় নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৮৯ রান সংগ্রহ করে নর্দান টেরিটরি একাদশ। এরমধ্যে জে ডিকম্যান একাই করেন ৭৭ রান। এছাড়া অস্ট্রেলিয়া অনূর্ধ্ব ১৯ দলের তারকা ক্রিকেটার অ্যালেক্স গ্রেগরি করেন ৪২ রান। যুবায়ের ৯ ওভারে মাত্র ৩৩ রান দিয়ে একটি উইকেট নেন। অন্যদিকে ৬ ওভারে ১৭ রান দেন তানভীর। পাশাপাশি বল হাতে আবুল হাসান দু'টি ও আবু হায়দার, আবু জায়েদ ও সাইফুদ্দিন একটি করে উইকেট নিয়েছেন।

জবাবে ব্যাট হাতে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। এনামুল হক বিজয় ২০, নাজমুল হোসেন শান্ত ১, মেহেদী মারুফ ৭, ইমতিয়াজ ৯, সাইফ ৪ রান করে বিদায় নেন। তবে অধিনায়ক লিটন ৪১ রানের পর তানভীরের অপরাজিত ৫১ ও আবুল হাসানের ৩১ রানে ভর করে শেষ পর্যন্ত এক উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে বিসিবি হাইপারফরম্যান্স দল।

বিসিবি হাইপারফরম্যান্স দলের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার। ৭, ৯ ও ১১ জুলাই হবে পরের তিনটি ম্যাচ। ১৩ জুলাই শুরু হবে তিনদিনের ম্যাচ।
দারুণ এক জয় দিয়ে অস্ট্রেলিয়া সফর শুরু করলো বিসিবি হাইপারফরম্যান্স (এইচপি) দল। প্রথম ম্যাচে নর্দান টেরিটরি (এনটি) একাদশকে এক উইকেটে হারিয়েছে লিটন দাসের দল। ডারউইনে প্রথসে ব্যাটিং করে যুবায়ের হোসেন ও তানভীর হায়দারের দুর্দান্ত বোলিংয় নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৮৯ রান সংগ্রহ করে নর্দান টেরিটরি একাদশ। এরমধ্যে জে ডিকম্যান একাই করেন ৭৭ রান। এছাড়া অস্ট্রেলিয়া অনূর্ধ্ব ১৯ দলের তারকা ক্রিকেটার অ্যালেক্স গ্রেগরি করেন ৪২ রান। যুবায়ের ৯ ওভারে মাত্র ৩৩ রান দিয়ে একটি উইকেট নেন। অন্যদিকে ৬ ওভারে ১৭ রান দেন তানভীর। পাশাপাশি বল হাতে আবুল হাসান দু'টি ও আবু হায়দার, আবু জায়েদ ও সাইফুদ্দিন একটি করে উইকেট নিয়েছেন। জবাবে ব্যাট হাতে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। এনামুল হক বিজয় ২০, নাজমুল হোসেন শান্ত ১, মেহেদী মারুফ ৭, ইমতিয়াজ ৯, সাইফ ৪ রান করে বিদায় নেন। তবে অধিনায়ক লিটন ৪১ রানের পর তানভীরের অপরাজিত ৫১ ও আবুল হাসানের ৩১ রানে ভর করে শেষ পর্যন্ত এক উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে বিসিবি হাইপারফরম্যান্স দল। বিসিবি হাইপারফরম্যান্স দলের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার। ৭, ৯ ও ১১ জুলাই হবে পরের তিনটি ম্যাচ। ১৩ জুলাই শুরু হবে তিনদিনের ম্যাচ। 

Post a Comment

Previous Post Next Post